11Feb, 2025
আজ, ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, বিকাল ৪:০০ ঘটিকায়, Mount Elizabeth Hospital Pte. Ltd. এর বাংলাদেশ অফিস এবং Chittagong Women Chamber of Commerce & Industry (CWCCI) এর মধ্যে “Partnership Proposal between Mount Elizabeth Hospital Pte. Ltd. and Chittagong Women Chamber of Commerce & Industry” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী, পরিচালক নূর আক্তার জাহান, নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরি জুবাইরা সাকী জিপসী এবং CWCCI এর CEO জি. এ. রায়হান উপস্থিত ছিলেন। Mount Elizabeth Hospital Pte. Ltd. এর বাংলাদেশ অফিসের পক্ষে পরিচালক জাহিদ হাসান খান এবং মার্কেটিং এক্সিকিউটিভ জেবা জামান অংশগ্রহণ করেন। এই সভায় মহিলাদের শারীরিক ও মানসিক সুস্থতার অগ্রাধিকার দেয়ার জন্য বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা হয়, যার মধ্যে ইন্টারেক্টিভ সেমিনার, কর্মশালা এবং স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার আয়োজনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।