Skip to main content
search

budget1budget2budget3

budget4

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে আয়োজিত ২০২৫২০২৬ অর্থ বছরের প্রাকবাজেট মতবিনিময় সভা আজ ১০ এপ্রিল ২০২৫ তারিখ চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রশাসক জনাব মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এম বদিউল আলম, সদস্য (কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মোঃ আবুল কালাম আজাদ, কর কমিশনার, কর অঞ্চল, চট্টগ্রাম, জনাব খলিলুর রহমান, সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও আবিদা সুলতানা, সভাপতি, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI)। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেন- এবারের বাজেট হবে ব্যবসাবান্ধব বাজেট। বাজেটে ঘাটতি থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং করহার যৌক্তিকভাবে বাড়ানো হবে। তিনি বলেন, গত অর্থবছরে ৪৫ লাখ আয়কর রিটার্ন দাখিল হলেও এর মধ্যে ৩০ লাখ ছিল শূন্য রিটার্ন, যা টেকসই রাজস্ব আহরণের পথে বড় বাধা। তাই করদাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং রিটার্ন না দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে নোটিশ প্রদান ও প্রয়োজনে তাদের ব্যাংক হিসাব তলব করা হবে। তিনি জানান, দেশের ট্যাক্স টু জিডিপি রেশিও এখনও খুবই কম, যা উন্নয়নের জন্য অপর্যাপ্ত। এছাড়া রাজস্ব ব্যবস্থাকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে এনবিআর কাজ করছে। ইতোমধ্যে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ১ লাখ ৬০ হাজার সার্টিফিকেট অনলাইনে প্রদান করা হয়েছে এবং ভ্যাট ও বন্ড ব্যবস্থাও অটোমেশনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও জানান, আগামী বাজেটে কর রিফান্ড ব্যবস্থার আধুনিকায়ন, ভ্যাট হার যৌক্তিকীকরণ, ব্যবসায়ীদের জন্য করহার হ্রাস এবং ট্যাক্সনেট বৃদ্ধি করা হবে।

চিটাগাং উইম্যান চেম্বারের সভাপতি আবিদা সুলতানা বলেন চিটাগাং উইম্যান চেম্বার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। প্রাক-বাজেট আলোচনায় নারী উদ্যোক্তাদের স্বার্থে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতি বছরের মতো এবছরও জাতীয় বাজেট প্রণয়নের পূর্বে নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কিছু প্রস্তাবনা পেশ করেন। তিনি নারী উদ্যোক্তাদের বিকাশে একটি নারী-বান্ধব বাজেট প্রণয়ন ও নারী উদ্যোক্তাদের জন্য এসএমই খাতে বিশেষ সুবিধা বৃদ্ধির দাবি জানান। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চাঁদপুর উইম্যান চেম্বার সমন্বয়ে প্রণীত এই প্রস্তাবনাসমূহ বাস্তবায়িত হলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

অন্যান্য বক্তারা এইচএস কোডের জটিলতা দূর, অনিচ্ছাকৃত ভুলের জন্য অতি উচ্চ কাস্টমস জরিমানা প্রত্যাহার, দ্রুত আগাম কর রিফান্ড, সহজ অডিট প্রক্রিয়া, সর্বোচ্চ ভ্যাট হার এক অঙ্কে নামিয়ে আনা, ভ্যাট আপিলে ২০% অগ্রিম কর বাতিল, চট্টগ্রাম কাস্টমসের সক্ষমতা বৃদ্ধি, ডাবল ট্যাক্সেশন কমানো, এবং সেন্ট্রাল বন্ড সিস্টেম চালুর প্রস্তাব উত্থাপন করেন।

সভায় এনবিআরের সদস্যবৃন্দ, চেম্বার ও শিল্পসংগঠনের নেতৃবৃন্দ, কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কমিশনারগণ এবং চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা, সাবেক ও বর্তমান চেম্বার নেতৃবৃন্দ, শিল্পপতি এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, এসব প্রস্তাব ও মতামত জাতীয় বাজেটে যথাযথভাবে প্রতিফলিত হবে এবং করব্যবস্থা হবে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল।

Leave a Reply

Close Menu