31Dec, 2024
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে Preparation for Strategy Plan through ProGREES Project এর আওতায় Internal Process for Efficient and Effective Process সভা টিম লিডার CWCCI এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান এর নেতৃত্বে আজ ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবিদা সুলতানা। এছাড়া ভাইস প্রেসিডেন্ট শামিম মোর্শেদ, পরিচালক বেবি হাসান, চৌধুরী জুবাইরা সাকি জিপসী, রেহনুমা মরিয়ম তুলি, প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী , শামিলা রিমা, প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।