31Dec, 2024
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে Preparation for Strategy Plan through ProGREES Project এর আওতায় Institutional Capacity Building সভা টিম লিডার CWCCI এর পরিচালক নুজহাত নূয়েরি কৃষ্টি এর নেতৃত্বে গতকাল ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুর জাহান রোজি, পরিচালক সারিস্ত বিনতে নুর, প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।