





চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর আওতায় One 2 One Advisory Support Service on Business Law for SME’s শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান আজ ১৭ জুলাই ২০২৫ ইং তারিখ রোজ বৃহষ্পতিবার বিকেল ০৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগত নারী উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত আইনি বিষয়ে পরামর্শ প্রদান করেন কর আইনজীবী মোহম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স ও কোম্পানি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, চুক্তিনামা ও অংশীদারিত্ব সংক্রান্ত আইনি দিক, ট্যাক্স, ভ্যাট ও এনবিআর বিষয়ক পরামর্শ এবং লোন গ্রহণ ও জামানত সংক্রান্ত আইনগত বিষয়ে বাস্তবভিত্তিক One to One পরামর্শ গ্রহণ করেন।



