Skip to main content
search

 

SMES Business Law

register

নারী  উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নানাবিধ আইনি জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পরামর্শ নিতে One 2 One Advisory Support Service on Business Law for SME’S  শীর্ষক সেশন আগামী ১৭ জুলাই ২০২৫ বিকেল ৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ধারণা ও দিকনির্দেশনা লাভ করবেন:
• চুক্তিনামা ও অংশীদারিত্ব সংক্রান্ত আইনি দিক
• ট্যাক্স, ভ্যাট ও এনবিআর বিষয়ক পরামর্শ
• লোন গ্রহণ ও জামানত সংক্রান্ত আইনগত বিষয়
• ব্র্যান্ড, কপিরাইট ও ব্যবসায়িক স্বত্ব সংক্রান্ত দিক
• ব্যবসায়িক বিরোধ নিরসনের পদ্ধতি

যারা ব্যবসায়িক আইন  সংক্রান্ত প্রয়োজনীয় খুটিনাটি বিষয় জানতে আগ্রহী তারা গুগল ফরম টি পূরণ করে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করুন।

আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২৫, রাত ১২:০০ (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)

Leave a Reply


Close Menu