Skip to main content
search

FYB_1111

register

যে সকল উদ্যোক্তা (নারী পুরুষ উভয়) ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ব্যবসায় (অনলাইন/ অফলাইন) করছেন অথবা কাগজপত্র ছিল নানা প্রতিকূলতায় নবায়ন করতে পারেননি। তাদের ব্যবসায়কে একটি কাঠামোতে আনার জন্য ব্যবসায় পরিচালনার বিভিন্ন নিয়ম কানুন সংক্রান্ত ০৩ (তিন) দিন ব্যাপি বিনামূল্যে Formalize Your Business (FYB) শীর্ষক প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ১ম কমেন্টে দেওয়া গুগল ফর্মটি পূরন করে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করুন।

প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ১৫০ জন উদ্যোক্তা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। আগামী ১৭-১৯ জুন ২০২৫ তৃতীয় ব্যাচ এবং ২০-২২ জুন চতুর্থ ব্যাচ-এর প্রশিক্ষণ শুরু হবে।

নিবন্ধনের শেষ তারিখ: ১৮ জুন, ২০২৫

উল্লেখ্য যে, প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন সংক্রান্ত বিষয়ে সহযোগীতা প্রদান করা হবে।

Leave a Reply


Close Menu