CWCCI কার্যালয়ে নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ উৎসব
ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI)। আজ ১৫ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার CWCCI সেমিনার হলে ঈদ পূনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়। বিকেল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত CWCCI এর সদস্যবৃন্দের পদচারণায় মুখর ছিল উৎসবস্থল। পুরোনো সকল হতাশা ও ব্যর্থতাকে পেছনে ফেলে সবার মঙ্গল কামনায় বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে CWCCI এর সদস্যবৃন্দের কণ্ঠে ধ্বনিত হয় এসো হে বৈশাখ, এসো এসো। বাংলা নববর্ষ উপলক্ষে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা-পুলির আসরের আয়োজন করা হয়। নাচ–গান–আবৃত্তি সবই ছিল এই আয়োজনে। এতে অংশগ্রহন করেন CWCCI এর সদস্যবৃন্দ। ঈদ পূনর্মিলনী ও বর্ষবরণ উপলক্ষে CWCCI ছিল সাজ সাজ রব। অনুষ্ঠানের শুরুতে CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা তার বক্তব্যে সকলকে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন উদ্যোগ, নতুন স্বপ্ন। পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক হলেও, উদ্যোক্তাদের কাছে এটি নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তিনি আরো বলেন পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ। উক্ত অনুষ্ঠানে CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী ও শামীম মোর্শেদ, CWCCI এর পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সাভিনা ইকরাম সিরাজী, নূর আক্তার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, প্রাক্তন পরিচালক ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিজান এন্ড ফ্রেন্ডস ও CWCCI এর সদস্যবৃন্দ।