Skip to main content
search

FComEcom9 FComEcom10 FComEcom811 FComEcom12FComEcom13 FComEcom15 FComEcom14

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে SME Foundation এর সহযোগিতায় আজ ২৮ ফেব্রুয়ারি CWCCI কার্যালয়ে Road map of F-Commerce to E-Commerce শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন CWCCI এর পরিচালক ও ট্রেইনিং, সেমিনার এবং ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SME Foundation এর সহকারী ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন, আইটি সলিউশন ৩৬৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Close Menu