Skip to main content
search
Events

চট্টগ্রাম জোন সীফুড ওয়ার্কশপ

Sea

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সার্বিক সহযোগিতা সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সীফুড শেফস চ্যালেঞ্জ এ দারুণ দারুণ সব রেসিপি আসা শুরু হয়েছে। আপনারাযে এক একটা রেসিপির পেছনে অনেক এফোর্ট দিচ্ছেন তা সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে। আশাকরি আপনাদের এই মূল্যায়ন আমরা করতে পারবো।

**চট্টগ্রাম জোন সীফুড ওয়ার্কশপঃ

আমাদের চট্টগ্রাম জোন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ২০২৫ দুপুর ২ টা থেকে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি”।
আপনারা অনেকেই জানেন এবারের প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রতিযোগিতার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছিনা। লার্নিং, নেটওয়ার্কিং এবং গ্রোয়িং এবারের প্রতিযোগিতার একটি অন্যতম ভিশন। ইতিমধ্যে আমরা ঢাকা জোন প্রতিযোগীদের নিয়ে চমৎকার একটি ওয়ার্কশপ সম্পন্ন করেছি। প্রতিযোগীদের জন্য এটি ছিল সীফুড রান্না শেখার চমৎকার একটা সুযোগ। এবার চট্টগ্রাম জোনের প্রতিযোগীদের পালা।

এমন একটা ওয়ার্কশপ করতে আপনাকে অন্তত হাজার খানেক টাকা খরচ করতে হবে যা আমরা এবারের প্রতিযোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে দিচ্ছি। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেই আপনি এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারবেন।

যদিও আমাদের রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে ১২ জানুয়ারি পর্যন্ত কিন্তু

ওয়ার্কশপে অংশগ্রহণ করতে আপনাকে আজকের (০৮-০১-২৫) তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করুন : 01324536626, 01749551188.

Leave a Reply


Close Menu