Skip to main content
search

5th Board Meeting15th Board Meeting25th Board Meeting35th Board Meeting4

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর ১০ম পরিচালনা পরিষদের ৫ম সভা অনুষ্ঠিত

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর ১০ম পরিচালনা পরিষদের ৫ম সভা আজ ০৪ মে ২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় CWCCI এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন CWCCI এর পরিচালক রাহানুমা মরিয়ম তুলি। সভায় Formalize Your Business (FYB) প্রশিক্ষণ, ১০ এপ্রিল ২০২৫ থেকে ০৩ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত কার্যক্রম, সাব-কমিটি, ঈদ পূনর্মিলনী ও বৈশাখী উৎসব, প্রাক বাজেট এবং CWCCI এর ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। সভার শেষ পর্যায়ে CWCCI এর ফাউন্ডার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী অংশগ্রহণ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব ও লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী ও শামীম মোর্শেদ, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সাভিনা ইকরাম সিরাজী, বেবী হাসান, নূর আক্তার জাহান, আমিনা শাহীন, সারিস্ত বিন্তে নূর ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী।

Leave a Reply

Close Menu