Skip to main content
search
Training

২ দিন ব্যাপী “Youth Entrepreneurship & Startups for Students (YESS)” এর Follow-Up Workshop

By February 12, 2024March 23rd, 2024No Comments

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর সহযোগিতায় এবং SME Foundation এর উদ্যোগে CWCCI এর সেমিনার হলে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে ২ দিন ব্যাপী Youth Entrepreneurship & Startups for Students(YESS) Program এর Follow-Up Workshop শুরু হয়েছে । Workshop এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI Business Incubation Centre এর চেয়ারপার্সন লুৎমিলা ফরিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সৃজনশীল ধারণা নিয়ে ব্যবসা নির্বাচন করার পরামর্শ দেন। তিনি আরো বলেন আমাদের দেখতে হবে কোন সেক্টর টা খালি আছে। প্রথমে প্রতিযোগিতায় যাওয়া যাবেনা। ওয়ার্কশপে বিশিষ্ট উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের স্ট্যার্টআপ সম্পর্কে ধারণা প্রদান করেন। বিশেষ করে কিভাবে একটা সৃজনশীল ধারণা নিয়ে ব্যবসা শুরু করা যায়। SME Foundation এর উপ-মহা-ব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা একটি সৃজনশীল ব্যবসায়িক ধারণার আউটলাইন সম্পর্কে ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন SME Foundation এর উপ-ব্যবস্থাপক সাজু বড়ুয়া।

Leave a Reply

Close Menu