Skip to main content
search
EventsNews

সনদ বিতরণী অনুষ্ঠান

By January 24, 2024January 2nd, 202512 Comments

WCCI এর কার্যালয়ে ২০ জানুয়ারি ২০২৪ সনদ বিতরণী অনুষ্ঠান

WCCI এর কার্যালয়ে ২০ জানুয়ারি ২০২৪ সনদ বিতরণী অনুষ্ঠান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে CWCCI এর কার্যালয়ে ২০ জানুয়ারি ২০২৪ সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ট্রেইনিং কমিটির চেয়ারম্যান, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক এবং আইভি হাসান, পরিচালক বেবি হাসান এবং প্রাক্তন পরিচালক ও সদস্য ফেরদৌসি ইয়াসমিন খানম। অনুষ্ঠান শেষে CWCCI এর উদ্যোগে বিগত সময়ে অনুষ্ঠিত ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’, ‘রোডম্যাপ অফ এফ-কমার্স টু ই-কমার্স’, ‘বিজনেস প্ল্যানিং ফর স্ট্যার্টআপ’, ‘স্যোসাল কমার্স ফর এসএমই’স’, ‘ স্ন্যাকস প্রোডাকশন ফর ক্যাটারিং বিজনেস’, ‘লেদার প্রোডাক্টস্ প্রোডাকশন’ প্রশিক্ষণ সমূহের সনদ বিতরণ করা হয়।

12 Comments

Leave a Reply

Close Menu