Skip to main content
search
Training

ব্লক, বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ

By January 21, 202429 Comments

ব্লক, বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ

আপনি কি ব্লক, বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ নিয়ে একজন উদ্যোক্তা হতে চান?
Chittagong Women Chamber Of Commerce & Industry
এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ব্লক, বাটিক ও হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ।

 যা যা শেখানো হবেঃ

  1. ব্লকের কেমিক্যাল তৈরি,
  2. রঙ তৈরি,
  3. আফসান তৈরি, কাপড়ে ব্যবহার ও যত্ন,
  4. ডিপ ও লাইট কালার কাপড়ে রঙের ধরন,
  5. টাই ডাই এর বিভিন্ন ডিজাইন,
  6. ভ্যাট এর রঙ মিক্সিং প্রয়োগ ওযত্ন,
  7. হ্যান্ডপেইন্ট এর ফ্রেম তৈরি,
  8. কেমিক্যাল মিক্সিং, পরিচিতি, ও সংরক্ষণ,
  9. সুতি, সিল্ক, টুইল, মসলিন, জরজেট কাপড়ে আলাদা আলাদা রঙ তৈরি ও প্রয়োগ।
  10. এছাড়াও আরো বিভিন্ন আইডিয়া ও টেকনিক শেখানো হবে হ্যান্ডপেইন্ট এর।

বিঃদ্রঃ যত্ন সহকারে কাজ শেখানো হবে যেন ট্রেইনিং শেষে নিজেই অর্ডার নিতে পারবেন।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
আগ্রহীরা পোষ্টের ১ম কমেন্টে দেয়া গুগল ফরমটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
রেজিষ্ট্রেশন ফি: ৫০০/-
বিকাশ : ০১৮১৩০৪৫৪৬৫ (বিকাশ চার্জ প্রযোজ্য)
বিস্তারিত জানতে কল করুন-
01713363354, 01792521513, 01713485778

29 Comments

Leave a Reply

Close Menu