চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর সাব-কমিটি সমূহ গঠনের লক্ষে আজ ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় CWCCI এর বোর্ড রুমে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান। সভাপতির বক্তব্যে তিনি সাব-কমিটি সমূহকে CWCCI এর উন্নয়নে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান। সভায় CWCCI এর ১২টি সাব-কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), নূর আক্তার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, সারিস্ত বিন্তে নূর, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, রাহানুমা মরিয়ম তুলি, প্রাক্তন পরিচালক ও সদস্য নাসরিন সরোয়ার মেঘলা, আক্তার বানু ফেন্সি, সাবিনা কাইয়ুম, CWCCI এর অন্যান্য সদস্যবৃন্দ ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।