Skip to main content
search
Events

“বিশ্বাস যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা” এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।

By January 27, 2025No Comments

BIS BIS3BIS2BIS1

“বিশ্বাস যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা” এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৭ জানুয়ারি ২০২৫ ইং সকাল ১০ঃ৩০ ঘটিকায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে “মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন CWCCI এর প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আখতার। তিনি তার বক্তব্যে একটি ভিন্ন ধর্মী আয়োজনের জন্য আয়োজোকদের ধন্যবাদ জানিয়ে বলেন এধরনের উদ্যোগ দেশের বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিয়া চৌধুরী, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ জোবায়দুর রশীদ কো-অডিনেটার, বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থা এবং সভাপতিত্ব করেন শফি উল বশর, প্রধান নির্বাহী, বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থা। উল্লেখ্য যে প্রতিযোগিতায় প্রথম বারের মত ২জন নারী প্রতিযোগীও অংশগ্রহণ করেন।

Leave a Reply

Close Menu