Skip to main content
search
Events

ILO Bangladesh কর্তৃক আয়োজিত “Advancing Formalization in Bangladesh” শীর্ষক প্রোজেক্টের আলোচনা সভা

By January 26, 2025March 4th, 2025No Comments

ILO113ILO111 ILO112  ILO114

ILO Bangladesh কর্তৃক আয়োজিত “Advancing Formalization in Bangladesh” শীর্ষক প্রোজেক্টের আলোচনা সভা আজ ২৬ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় CWCCI এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ILO Country Office for Bangladesh এর Partnership Officer Ms. Elisa Benistant Fremigacci ও ILO Country Office for Bangladesh এর National Project Officer Ruman Ishtiak Rafeen। উক্ত আলোচনায় অংশগ্রহন করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, CWCCI এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project, Advisory Committee এর চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব, CWCCI এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project এর কো-চেয়ারপার্সন লুৎমিলা ফরিদ, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান রোজী, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project সদস্য শামীম মোর্শেদ, CWCCI এর প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক রেখা আলম চৌধুরি, CWCCI এর পরিচালক ও CWCCI-ILO ProGRESS Project এর সদস্য নূজহাত নূয়েরী কৃষ্টি, CWCCI এর পরিচালক কাজী তুহিনা আক্তার, চৌধুরি জুবাইরা সাকী জিপসী, সারিস্ত বিন্তে নূর ও রাহানুমা মরিয়ম তুলি।

Leave a Reply

Close Menu