Skip to main content
search
Events

One 2 One Advisory Support Service on Food Safety

By January 29, 2025No Comments

one 2 one on bfsa

নিরাপদ ও স্বাস্থসম্মত খাদ্য উদপাদনকারী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ!

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং বিক্রয়ের ক্ষেত্রে সঠিক নিয়ম ও মানদণ্ড প্রতিষ্ঠা করতে কাজ করছে। খাদ্য নিরাপত্তা ও ব্যবসা পরিচালনার সঠিক নিয়মাবলী সম্পর্কিত “One 2 One Advisory Support Service on Food Safety” শীর্ষক সেশন আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বিকেল ৩ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উক্ত সেশন আপনি জানতে পারবেন:

  • নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী
  • খাদ্য নিরাপত্তা মান ও প্রক্রিয়াজাতকরণের সহজ ও কার্যকর পদ্ধতি
  • বিএফএসএ থেকে সহায়তা ও লাইসেন্সিং প্রক্রিয়া

উদ্যোক্তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যাতে তারা তাদের পণ্যের মান ঠিক রেখে ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলতে পারেন।

ওয়ান টু ওয়ান সেশনে অংশগ্রহণে আগ্রহীরা গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।আবেদনের শেষ সময়: ২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০ ঘটিকা। (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)

Register button

Leave a Reply

Close Menu