আন্তর্জাতিক নারী দিবস ২০২৫
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে CWCCI এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার নারী উদ্যোক্তাদের জন্য Business Acceleration Contest 2025 for Women Entrepreneurs এর আয়োজন করা হয়েছে। ৫ জন সফল প্রতিযোগী পাবেন ব্যবসায়ে বিনিয়োগের জন্য মুলধন। প্রতিযোগীতায় অংশগ্রহণের ক্ষেত্রে খুটিনাটি বিষয় জানতে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিন। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে CWCCI এর সেমিনার হলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনে অংশ নিতে নিচের গুগল ফরমটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের যোগ্যতা: ট্রেড লাইসেন্স এবং Tax Certificate থাকতে হবে।
interested
msreshmiakternipa@gmail.com
Thanks for giving us such an opportunity.