23Jan, 2025
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য সুখবর !!!
যারা ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায়ে নিয়োজিত আছেন তাদের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর যাবতীয় সেবা ও কর্মকান্ডের তথ্য সম্পর্কিত “One 2 One Advisory Support Service on BSCIC Activities” শীর্ষক সেশন আগামী ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার বিকেল ৩:০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ওয়ান টু ওয়ান সেশনে অংশগ্রহণে আগ্রহীরা গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৫, রাত ১২:০০ ঘটিকা। (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)