19Jan, 2025
বাংলাদেশস্থ নেপাল দূতাবাস কর্তৃক আয়োজিত “Networking Event on Nepal-Bangladesh Economic Cooperation” হোটেল আগ্রাবাদের কর্ণফুলি হলে ১৬ জানুয়ারি বিকাল ০৬:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরি জুবাইরা সাকী জিপসী, জেসমিন আক্তার, বেবী হাসান ও সদস্য সিতারা রহমান অংশগ্রহণ করেন।