1Jan, 2025
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( CWCCI ) এর উদ্যোগে ILO ProGRESS Project -এর আওতায় One 2 One Advisory Support Service For BUSINESS COUNSELING শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার বিকেল ৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে আগত নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন Business Development Support Expert মোঃ হাফিজুর রহমান। মোট ১৯ জন নারী উদ্যোক্তা ব্যবসা সম্প্রসার, ব্যবসা পরিচালনায় জটিলতা ও ব্যবসা ব্যবস্থাপনা সংক্রান্ত One 2 One পরামর্শ সেবা গ্রহন করেন।