CWCCI-ILO ProGRESS Project এর Advisory Committee সভা
আজ ১৯ জানুয়ারি ২০২৫ইং রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। CWCCI এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project, Advisory Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, সভায় CWCCI-ILO ProGRESS Project এর পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project সদস্য শামীম মোর্শেদ, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project উপদেষ্টা নিশাত ইমরান এবং CWCCI এর পরিচালক ও CWCCI-ILO ProGRESS Project সদস্য নুজহাত নূয়েরি কৃষ্টি।