আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় চট্টগ্রাম কাস্টমস হাউজ এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জনাব মোঃ আবদুস সোবহান, কমিশনার কর অঞ্চল-২, জনাব একেএম নুরুল হুদা আজাদ, মহাপরিচালক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, জনাব মোঃ জাকির হোসেন, কমিশনার, কাস্টম হাউজ, জনাব মোঃ শফি উদ্দিন, কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শওকত আলী সাদী কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ এর মূল প্রতিপাদ্য “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা ও প্রগতি।” এতে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক আকলিমা আক্তার আখিঁ ও সদস্য সেলিনা মাহবুব।